শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। নন্দী গ্রাম থেকে এবার প্রার্থী হচ্ছেন খোদ মমতা। তাঁর বিপরীতে থাকছেন বিজেপির শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। মঙ্গলবার সেই নন্দীগ্রামেই কর্মী সম্মেলনে মমতা। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রথম সেখানে গেলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে জানালেন ৩ মাস অন্তর সেখানে যাবেন তিনি। সেখানে ১ বছরের জন্য বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। কর্মী সম্মেলনে জানালেন সেই কথাও।