শুভেন্দুর দিনেই মনোনয়ন পেশ করলেন মিনাক্ষী মজুমদার। ১০ তারিখ মনোনয়ন পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধইকারী ও মিনাক্ষী মজুমদার। ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তিনি। তাঁর বিপরীতে রয়েছেন দু'জন হেভিওয়েট নেতৃত্ব। তাঁদের বিরুদ্ধেই লড়াইয়ে নামতে চলেছেন মিনাক্ষী। আত্মবিশ্বাসে ভর করেই নামতে চলেছেন লড়াইয়ে, এমনটা স্পষ্ট বোঝা গেল তাঁর কথায়।