জেলায় জেলায় জোর কদমে চলছে ভোটের প্রচার। এবার ভোটের প্রচারে তারকাদের রমরমা। একদিকে বিজেপির প্রচারে দেখা গেল মহাগুরুকে। অন্যদিকে তৃণমূলের প্রচারে দেব। খড়্গপুরে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। নারায়ণগড়ে ভোটের প্রচারে ছিলেন দেব। জনসমুদ্র ঠেলে এগিয়ে চলল তাঁদের রোড শো। মঙ্গলবার ছিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ দিন। ওই দিনেই বিজেপির তারকা প্রার্থী হিরণের হয়ে প্রচার করেন তিনি।