গঙ্গারামপুরের জনসভায় মোদীর হিসাব। 'দিদি' কীভাবে তাঁকে অপমান করছেন। সেই হিসাব দিলেন নরেন্দ্র মোদী। '১৯ মার্চ থেকে লাগাতার অপমান'। 'যে ভাষা ব্যবহার হয়েছে তা অপমানের'। জনসভায় দাঁড়িয়ে দাবি করলেন মোদী। 'কখনও দুঃশাসন বলছেন, কখনও দুর্যোধন'। 'কখনও হত্যাকারী, কখনও দাঙ্গাবাজ'। 'বাংলার মানুষের স্বার্থে অপমান সইতে রাজি', গঙ্গারামপুরের জনসভায় বললেন মোদী।