বাঘমুন্ডিতে জয় হবে কংগ্রেসেরই। আশাবাদী নেপাল মাহাতো জানালেন এই কথাই । এবার কংগ্রেস আরও বেশি শক্তিশালী। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি সেই কথা জানালেন। পুরুলিয়া কংগ্রেসের গড় বলেই পরিচিত ছিল। এই নিয়ে তিনি জানান, পুরুলিয়া কংগ্রেসের গড় তা আবারও প্রমাণ হবে। জোট নিয়ে তবে আপত্তি রয়েছে তাঁর। সাফ জানিয়ে দিলেন সেই কথা। নেতারা বারবার দল পরিবর্তন করছে। এই নিয়েও তীব্র নিন্দা করতে শোনা গেল তাঁকে।