হাসপাতালে চিকিৎসারত মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে গেলেন বিরোধী দলের নেতৃত্বরা। তাঁকে দেখতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও গিয়েছিলেন তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়নি জানালেন লকেট। মুখ্যমন্ত্রীর সঙ্গে হওয়া ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি। ঘটনার তদন্তেরও দাবি জানাতে শোনা গেল তাঁকে। সস্তার রাজনীতি চলছে, বললেন অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেগেছে এটা সত্যি। এমন কথাও বলতে শোনা গেল তাঁকে। সবটাই সাজানো বলতেও ছাড়লেন না তিনি।