পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ কী বলছেন জনতা, জানুন সেই কাহিনি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ কী বলছেন জনতা, জানুন সেই কাহিনি

Published : Apr 28, 2021, 07:48 PM IST

অর্থনীতিতে এমএ পাশ করা ছেলের এখন ভবিতব্য মাস গেলে আড়াই হাজার টাকার চাকরি। অথচ বাড়িতে স্ত্রী, কন্যা এবং বৃদ্ধ-বাবা-মা। সংসার চলবে কোথায় দিয়ে জানা নেই। কাজ না পাওয়া এমন যুবকের আর্তি হয়তো সপরিবারে একদিন আত্মহত্যাই করতে হবে।

চাকরি নেই। রাস্তা নেই। যেখানে রাস্তা রয়েছে সেখানে মেরামতি নেই। আবার মেরামতি হলেও তাতে হাজারো ভেজাল। এমন অবস্থা যে রাস্তা সারাতে না সারাতেই খসে পড়ে যাচ্ছে পিচ-পাথর। এখানেই শেষ নয়। চাকরির বাজারে নেই কাজ। বেশি কিছু বললেই হয় সিভিক ভলেন্টিয়ার, অথবা গ্রিন পুলিশ অথবা ভিলেজ পুলিশ। এটাও যদি পছন্দ না হয় তাহলে রয়েছে সিন্ডিকেট-এর বালু-ইট-এর ব্যবসায় ঢুকে যাওয়ার সুযোগ। তাতেও যদি মন লাগে তাহলে কয়েক লক্ষ টাকা দিয়ে প্রাইমারি অথবা অন্য কোনও সরকারি চাকরিতে লাক ট্রাই। এটাই নাকি এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানে। এমনই সব অভিযোগ নিয়ে সরব পশ্চিমবঙ্গের মানুষ। এর সুরাহা কোথায় দিয়ে হবে কেই জানে না। অর্থনীতিতে এমএ পাশ করা ছেলের এখন ভবিতব্য মাস গেলে আড়াই হাজার টাকার চাকরি। অথচ বাড়িতে স্ত্রী, কন্যা এবং বৃদ্ধ-বাবা-মা। সংসার চলবে কোথায় দিয়ে জানা নেই। কাজ না পাওয়া এমন যুবকের আর্তি হয়তো সপরিবারে একদিন আত্মহত্যাই করতে হবে। আর একদল যুব সম্প্রদায়ের অভিযোগ, পড়াশোনা শিখেও দেখছি কোনও মাওবাদী বা মাওবাদীদের হাতে অত্যাচারিত ছেলেরা কাজ পেয়ে যাচ্ছে। কার্যক্ষেত্রে হয়তো দেখা যাবে এদের ন্যূনতম শিক্ষাটুকু নেই। টিপসই দিয়ে সরকারি বেতন নিচ্ছেন। এখানেই শেষ নয়, কাস্ট সার্টিফিকেট তুলতে গিয়ে বেজায় অসুবিধায় পড়েছেন এক গৃহবধূ। ২ থেকে ৩ বছর ধরে চক্কর কেটেছেন তিনি। কিন্তু, উৎকোচ প্রদান না করলে যে কাস্ট সার্টিফিকেট জুটবে না তা বুঝে গিয়েছেন। এরা মনে করছেন আসলে সরকার যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠে তখন তার পতন ছাড়া আর কিছুই কামনা করা যায় না। 

06:00Priyanka Tibrewal: ‘তৃণমূলের পাপ্পু অভিষেক বন্দ্যোপাধ্যায়!’ SIR ইস্যুতে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের খোঁচা
04:34Dilip Ghosh: শাহের বৈঠকের পরই ফের ‘অ্যাকটিভ’ দিলীপ ঘোষ! সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসককে নিশানা
09:42'অভিমান' ভুলে ফের সক্রিয় দিলীপ ঘোষ! কোন আসনে লড়বেন? তৃণমূলকে কী বার্তা দিলেন? | Dilip Ghosh BJP
09:42'অভিমান' ভুলে ফের সক্রিয় দিলীপ ঘোষ! কোন আসনে লড়বেন? তৃণমূলকে কী বার্তা দিলেন?
10:17ফের পুরানো মেজাজে দিলীপ ঘোষ! শুভেন্দু-সুকান্ত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য! | Dilip Ghosh | BJP News
10:17ফের পুরানো মেজাজে দিলীপ ঘোষ! শুভেন্দু-সুকান্ত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য দিলীপের!
05:21New Year 2026: ১ কোটির গণ্ডি পেরিয়ে নতুন রেকর্ড! বছরের প্রথম দিনেই দিঘা জগন্নাথ মন্দিরে মানুষের ঢল
07:19‘মোটা ভাই’ অমিত শাহ আর ‘গাধা’ হুমায়ূন কবীর! বেনজির আক্রমণ ফিরহাদের | Firhad Hakim | TMC | BJP | JUP
03:39Kalpataru Utsav: নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের ঢল তীর্থক্ষেত্রগুলিতে! কল্পতরু উৎসব ঘিরে বেলুড় মঠে লক্ষাধিক ভক্ত সমাগম
04:36বছরের প্রথম দিনে জনসমুদ্র তারাপীঠ, মা তারার রাজকীয় ভোগে আজ কী কী থাকছে?| Tarapith Temple | Tara Ma