কোচবিহারে মোদীর জনসভায় জনবিস্ফোরণ। আর এমন জনবিস্ফোরণ দেখে আবেগে ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার জেলায় বরাবরই বিজেপি-র প্রভাব রয়েছে। এখানে বেশকিছু এলাকা রয়েছে যেখানে বিজেপি ভালোই ভোট পেয়ে এসেছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কোচবিহারের বুকে ১ নম্বর দল হিসাবে সামনে উঠে এসেছিল বিজেপি। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি-র এই গতি অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিজেপি-র জেলা নেতৃত্ব। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো ডাক দিলেন পদ্মফুলের জন্য ভোটগ্রহণ কেন্দ্রে যেতে।