প্রার্থী পদ না পাওয়ায় বিধায়ক শম্পা দরিপার অফিসে বিক্ষোভ। বাঁকুড়ার স্কুলডাঙায় শম্পা দরিপার অফিসে বিক্ষোভ অনুগামীদের। ২০১৬ সালেও প্রার্থী পদ না পেয়ে কংগ্রেসে গিয়েছিলেন শম্পা। ২০১৬ সালে হাতচিহ্নে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পুরনো দলে ফেরেন শম্পা। তাঁকে এবার বাঁকুড়ায় প্রার্থী করা হচ্ছে এমনটাও জানানো হয়। এমনই দাবি করেছেন শম্পা দরিপা, তিনি আশাহত হয়েছেন। প্রয়োজনে ফের তৃণমূলত্যাগের ইঙ্গিত দিয়েছেন শম্পা। প্রার্থী পদ না পাওয়ায় পিকে-কে দায়ী করছেন শম্পা। পিকে দলের সাড়ে সর্বনাশ করে ছাড়বে বলেও মন্তব্য। শম্পার প্রার্থী পদের দাবিতে অনুগামীদের রাস্তা অবরোধ। স্কুলডাঙার সামনে শুক্রবার রাতে রাস্তা অবরোধ করা হয়।