কেমন আছে আদিবাসীরা, উত্তরে খোঁজে যাত্রা। বাঁকুরার সারেঙ্গা ধরে যাত্রা রানিবাঁধ ও রায়পুরে। উন্নয়ন নিয়ে খুঁশি নয় জঙ্গলমহল। উন্নয়নকে ঘিরে দুর্নীতির অভিযোগ নেতাদের বিরুদ্ধে। এখনও জঙ্গলমহলের অন্দরে ভরসা মাটির রাস্তা। বিশুদ্ধ পানিয় জলের সুবন্দোবস্ত নেই। বহু গ্রাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। জঙ্গলমহলের অর্থনৈতিক বিকাশেও উদাসিনতা। উদাসিনতার অভিযোগ জঙ্গলহলের মানুষের। রাজ্য সরকার ও নেতাদের দায়ী করেছে তাঁরা।