দীর্ঘ ১৫ দিন ধরে জল নেই। রাস্তায় বিক্ষোভ দেখালেন মহিলারা। হাওড়ার সাঁকরাইল থানার নাজিরগঞ্জের ঘটনা। মঙ্গলবার সকাল থেকেই সেখানে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় গাছের গুঁড়ি থেকে শুরু করে খালি বালতি ও টায়ার দিয়ে পথ অবরোধ করে চলে বিক্ষোভ। পৌরসভায় বারবার বলেও কোনও কাজ হয়নি। এমনটাই অভিযোগ জানিয়েছেন সেখানকার মানুষজন। জল না থাকায় সমস্যারপ মধ্যেই দিন কাটছে তাদের। সমস্যার পড়তে হচ্ছে মহিলাদের। তাই জল না মিললে ভোট বয়কট করবেন তারা, এমনটাই সাফ জানিয়ে দিলেন।