গ্রামের সেতু নির্মাণ নিয়ে বিক্ষোভ। বাঁশের সেতুতে দাঁড়িয়েই বিক্ষোভ গ্রামবাসীদের। রায়গঞ্জের শেরপুর গ্রামে চলল প্রতিবাদ। গ্রামবাসীর অভিযোগ সেতু তৈরি নিয়ে চলছে রাজনীতি। যার জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। অনেক আবেদনের পরেও তৈরি হয়নি সেতু। সেতুটি তৈরি হলে উপকৃত হবে বহু মানুষ। এই সেতুর দাবিতেই চলল গ্রামবাসীদের প্রতিবাদ। ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। "নো ব্রীজ নো ভোট", এই দাবি তুলেই চলল প্রতিবাদ।