ঢাক-ঢোল পিটিয়ে শান্তিপুরে চলল ব্রিগেড সমাবেশের নিমন্ত্রণ

  • ৭ মার্চ বাংলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ব্রিগেডে সমাবেশ রয়েছে তাঁর
  • রাজ্য জুড়ে জোর কদমে চলছে তারই প্রস্তুতি
  • শান্তিপুরে তারই নিমন্ত্রণ চলল ঢাক-ঢোল পিটিয়ে 

৭ মার্চ বাংলায় আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে সমাবেশ রয়েছে তাঁর। রাজ্য জুড়ে জোর কদমে চলছে তারই প্রস্তুতি। শান্তিপুরে তারই নিমন্ত্রণ চলল ঢাক-ঢোল পিটিয়ে। শনিবার সকাল থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর এছাড়াও শান্তিপুরের একাধিক বিজেপি কর্মী সমর্থক। ব্রিগেড সমাবেশে যাওয়ার জন্য  নিমন্ত্রণ করেন তারা। ব্রিগেড চলো স্লোগানের মধ্যে দিয়েই চলে নিমন্ত্রণ পত্র বিলি। 

 

 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর