শুক্রবার বিধানসভা নির্বাচনের তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন 'কথা দিয়ে কথা রাখছি আমি', কারণ নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই কথা আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন। প্রার্থী তালিকা ঘোষণা হতে না হতেই কোমড় বেঁধে নেমে পড়েছেন মমতা। ৯ মার্চ নন্দীগ্রামে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেলে নন্দীগ্রামের বটতলাতে কর্মী সভা করবেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে এখন সোখানে। নন্দীগ্রামের বটতলার কাছে একটি হ্যালিপ্যাড তৈরির জন্য প্রাথমিক ভাবে প্রস্তুতি শুরু হয়েছে।