দ্বিতীয় দফা নির্বাচন শুরু হতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। অপেক্ষার প্রহর গুনছে এখন গোটা বাংলা। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এখন নন্দীগ্রাম। শুভেন্দু বনাম মমতার লড়াই সেখানে। সেই দিকেই তাকিয়ে আছে এখন সকলে। নন্দীগ্রাম মুড়েছে নিরাপত্তার চাদরে। ১৪৪ ধারা লাগু হয়েছে সেখানে। বাড়ি থেকে বাইরে বেরতেও নিষেধাঞ্জা জারি হয়েছে সেখানে। হেলিকপ্টারে চলছে সেখানে নজরদারি। কুরুক্ষেত্র নন্দীগ্রামে থাকছে মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথমে ২১ কোম্পানি এবং পরে আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে সেখানে।