কালিয়াগঞ্জ আসনের প্রার্থী হয়েছেন সৌমেন রায়। তাঁকেই বহিরাগত বলছেন সেখানকার মানুষ। বহিরাগত প্রার্থীকে মেনে নিতে পারছেন না সেখানকার মানুষ। তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান সেখানকার মানুষরা। কালিয়াগঞ্জে ঢোকার চেষ্টা করলে সৌমেন রায়ের গাড়িতে হামলা চালায় সেখানকার মানুষ। তাঁর গাড়িও ভেঙে দেওয়া হয়। পরে তিনি টোটোয় করে ঢোকার চেষ্টা করলে ফের হার উপর চড়াও হয় সেখানকার মানুষ জন। রাস্তায় মাঝে টায়ার জ্বেলে চলে সেখানে বিক্ষোভ। শুধু তাই নয় সেখানকার মানুষরা সাফ জানিয়ে দেয় তিনি সেখানে আবার আসলে তাঁকে ঝাঁটা আর জুতো দিয়ে স্বাগত জানানো হবে।