নন্দীগ্রামে চলছে দুর্নীতি। অভিযোগ তুলে সরব সমীর-সত্যজিত। সেখানকারই বাসিন্দা সমীর ঘরুই । প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এসেছে তারঁ। তাঁর অভিযোগ, টাকা এলেও মিলছে না সেই টাকা। টাকা পেতে হলে দিতে হবে টাকা। এমনটাই দাবি জানিয়েছেন সেখানকার পঞ্চায়ত কর্মী। অন্যদিকে অভিযোগ উঠেছে বেআইনি গাছ কাটার। এমনটাই অভিযোগ জানিয়েছেন সত্যজিত শাসমল। এই গাছ কাটার সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেও। এই অভিযোগ নিয়েই এখন সরব সেখানকার মানুষ।