বুধবার দিলীপ ঘোষের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে রাস্তায় নামলেন সৌমিত্র খাঁ। নির্বাচন কমিশনের অফিসের সামনে বসেই চলল প্রতিবাদ। রাস্তায় বসেই চলল তাঁর প্রতিবাদ। তাঁদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি। সেই দাবি তুলেই চলল প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় খুনি, এমনটাই বলতে শোনা গেল সৌমিত্র খাঁ -কে। রাজ্যে যে দুর্নীতি চলেছে তার বিরুদ্ধেই প্রতিবাদ চালায় তাঁরা।