মমতার বিরুদ্ধে রীতিমতন তোপ দাগলেন শিশির অধিকারী। শুভেন্দুর পিছনে পিছনে মমতা নন্দীগ্রামে এসেছে। মমতার আসল জায়গা টালিগঞ্জ, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। শুভেন্দুকে উৎখাত করতেই মমতা এসেছে। দল ছেড়েছে বলেই এমনটা করেছে মমতা। তীব্র নিন্দা করতে শোনা গেল শিশির অধিকারীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙা নিয়েও কটাক্ষ। মমতা যে সবটাই অভিনয় করছে তেমনই ইঙ্গিত দিলেন শিশির। বললেন, এখন বসে বসে সিনেমা দেখছি। দলে না থাকার কথাও সাফ জানিয়েদিলেন তিনি। ছেলে চাইলে প্রচারে থাকব, জানালেন শিশির।