অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। ২৭ এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে প্রথম দফা নির্বাচন। প্রথম দফায় মোট ৩০ টি আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে পটাশপুর, উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি, ভগবানপুর, খেজুরি, রামনগর, এগরা, দাঁতন, কেশিয়ারি বিধানসভা কেন্দ্র, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর,নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, পারা এবং রঘুনাথপুর।