রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ১ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে রাজ্যে। এই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। দ্বিতীয় দফায় মোট ৩০ টি আসনে ভোট হবে। যার মধ্যে রয়েছে গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, তমলুক, পাঁশকুড়া পূর্ব, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, সবং, পিংলা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা এবং কেশপুর।