রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ২২ এপ্রিল ষষ্ঠ দফা নির্বাচন রাজ্যে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। প্রথম ও দ্বিতীয় দফায় ৩০ টি আসনের পর তৃতীয় দফায় মোট ৩১ টি আসনে ভোট হয়। চতুর্থ দফায় ভোট হবে ৪৪ টি আসনে। পঞ্চম দফায় মোট ৪৫ আসনে ভোট হয়। এবার ষষ্ঠ দফায় মোট ৪৩ টি আসনে ভোট হবে। এই ৪৩ টি আসনের মধ্যে রয়েছে চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, ইটাহার, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, নবদ্বীপ, স্বরূপনগর, বাদুরিয়া, অশোকনগর, আমডাঙা, নোয়াপাড়া, খড়দহ, দমদম উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, হাবরা, বিজপুর়, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুর, গলসি এবং কাটোয়া।