ভোট যুদ্ধ একরকম শুরুই হয়ে গিয়েছে। আর এই ভোটের প্রচারেই এবার গৌতম পুত্র সপ্তর্ষী। সকাল থেকেই বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড়। তাদের কে সঙ্গে নিয়ে বাড়ির সামনে দেয়াল লিখে প্রচার শুরু করলেন রাজারহাট নিউটাউন বিধান সভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। কিভাবে প্রচার চলবে, সেই নিয়ে গৌতম দেব দিচ্ছেন পরামর্শ।সপ্তর্ষি যখন রাস্তায় বাড়ির সামনে দেওয়াল লিখছে সেই সময় ব্যালকনি দিয়ে নজর রাখছেন গৌতম দেব। প্রচারের জন্য,মানুষের দোরগোরায় পৌঁছিয়ে যাবেন সপ্তর্ষি, এমনটাই ইচ্ছা প্রকাশ করলেন তিনি। হাড্ডা হাড্ডি লড়াইয়ে যে তিনি নামতে চলছেন সেই কথা তিনি নিজেই জানালেন। কোনও লড়াই যে সহজ হয় না সেই কথাও স্পষ্ট জানিয়ে দিলেন সপ্তর্ষ। তবে এই ভোট যুদ্ধের লড়াইয়ে নামতে যে তিনি একেবারে প্রস্তুত তাঁর কনফিডেন্ট দেখে তা বেশ বোঝা গেল।