ইতিমধ্যেই চার দফার নির্বাচন হয়ে গিয়েছে। এই চতুর্থ দফা নির্বাচনেই প্রাণ হারাল মোট ৫ জন। কোচবিহারের শীতলকুচিতে ঘটে এই ঘটনা। শিলিগুড়ির মঞ্চে দাঁড়িয়ে এই ঘটনারই তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহার নিয়ে তিনি বলেন যা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে। শীতলকুচির এই ঘটনা নিয়ে রীতিমতন ক্ষব্ধ তিনি। এছাড়াও দিদিকে বিঁধতেও ছাড়লেন না মোদী।