২৯ এপ্রিল রাজ্যে অষ্টম দফা নির্বাচন। অষ্টাম দফার সকাল থেকেই কড়া নজরদারি। বেলেঘাটায় কড়া নজরদারি কলাকাতা পুলিশের। সুষ্ঠ নির্বাচনের কথা ভেবেই এই কড়া নজরদারি। বেলেঘাটা সি আই টি আবাসন এর বাজারে এক ব্যক্তি কে আটক করে পুলিশ। আটক করে গাড়িতে তোলার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। অন্যদিকে করনা বিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে চলে ভোট। কোনও কারণ ছাড়া যারা বাইক নিয়ে বেরোচ্ছে তাদের কে কড়া জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জমায়েত করলে লাঠি উঁচিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। একজনকে আটকও করা হয় সেখানে।