শিব রাত্রির পূণ্য তিথিতে দেশ জুড়ে চলছে পুজো। সামনেই নির্বাচন তার আগে এখন চলছে প্রস্তুতি। নির্বাচনের আগে চলছে নেতা-নেত্রীদের পুজো অর্চনাও। এবার গাংড়া ত্রিলোকেশ্বর মন্দিরে শুভেন্দু অধিকারী। সেখানেই সারলেন শিব পুজো। শিব রাত্রিতে চলল তাঁর শিবের অর্চনা। সেখানে পুজো দিয়ে সেখান থেকে তিনি চলে যান আরও বেশ কিছু শিব মন্দিরে। সেখানেও তিনি পুজো করেন। এছাড়াও যান নন্দীগ্রাম রেয়া পাড়া শিব মন্দিরে। সেখানে গিয়েও পুজো দেন তিনি।