অবশেষে সমস্ত জল্পনা উড়িয়ে আরামবাগ এলেন তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ । আরামবাগের ভালিয়া গ্রামের সারদা মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার। পরনে সাদা চুড়িদার ,পায়ে সাদা স্নিকার্স । জীবনের প্রথম নির্বাচন তাই মেয়ের সঙ্গে মা বাবাও ছিলেন। আগাগোড়া সঙ্গে ছিলেন আরামবাগের পুর প্রশাসক স্বপন নন্দী।পরে বিদায়ী বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরাও আসেন।