ভোট এখন দরজায় কড়া নাড়ছে। জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচারও। বিজেপি থেকে তৃণমূল সব দলের প্রার্থীরাই কোমর বেঁধে নেমে পড়েছে ভোটের প্রচারে। এবার ভোটের প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের পথে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। সেখানকার আমদাবাদে করলেন পদযাত্রা। সেই সঙ্গেই মানুষের ঘরে ঘরে গিয়ে সারলেন জনসংযোগও। রাস্তায় তাঁকে লক্ষ্য করে চলল পুস্পবৃষ্টি।