বিধানসভার অধ্যক্ষের করে মুকুল রায়কে নিয়ে শুনানি হল এদিন। বিজেপির বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে হল এই শুনানি। 30 শে জুলাই আবার পরবর্তী শুনানি। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি তুলেছে বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ৬৪ পাতার নথিও জমা দিয়েছেন। এই নিয়ে আজ বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি চলে।
বিধানসভার অধ্যক্ষের করে মুকুল রায়কে নিয়ে শুনানি হল এদিন। বিজেপির বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে হল এই শুনানি। 30 শে জুলাই আবার পরবর্তী শুনানি। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি তুলেছে বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দাবি জানিয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে ৬৪ পাতার নথিও জমা দিয়েছেন। এই নিয়ে আজ বিধানসভার অধ্যক্ষের ঘরে শুনানি চলে। শুভেন্দু জানান, ভারতীয় জনতা পার্টির ভোটে জয় পেয়ে বিধায়ক হয়েছে মুকুল রায়। জয়ের পরে দল বদল তাই এক ধরনের মানুষের সাথে বিশ্বাসঘাতকতাই। তারই প্রতিবাদে আইনি পথেই লড়বেন তাঁরা।