জয়ের আশা নিয়েই সবাই সাধারণত ভোটে দাঁড়ায়। বিনয় দাসের অবশ্য জেতার তেমন ইচ্ছা নেই। তিনি ভোটে দাঁড়ান সৌখিনতার কারণে। নির্দলের প্রার্থী এই বিনয় দাস। নির্দলের হয়ে এর আগেও ভোটে দাঁড়িয়েছেন তিনি। তবে জেতার তেমন ইচ্ছা নেই তাঁর। হার নিশ্চিত জেনেও ভোটে দাঁড়িয়েছেন তিনি। রায়গঞ্জ থেকে তিনি নির্দলে দাড়িয়েছেন। তাঁরই সম্পত্তির পরিমাণ শুনলে চোখ উঠবে কপালে। মনোনয়ন পেশ করার সময়েই তাঁর সম্পত্তির পরিমাণ সামনে আসে। ৬৯৪ কোটি ৮৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে তাঁর। আগে অবশ্য তাঁর সম্পত্তি ছিল এক হাজার কোটিরও বেশি। গত লোকসভা নির্বাচনে তিনি যখন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তখন তিনি ভোট পেয়েছিলেন ৯ হাজার। তিনি তাঁর সহকর্মীদের দ্বারা প্রচার করছেন ঠিকই কিন্তু কাউকে এক কাপ চা ও খাওয়াবেন না তিনি এই প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে নেমেছেন।