অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হল বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম। প্রার্থী হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। প্রথমে আলিপুরদুয়ারে প্রার্থী করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার বিজেপির এই প্রার্থীর নাম ঘোষণা হতেই রাজনৈতিক মহল সহ বালুরঘাটের জনসাধারণের মধ্যে শুরু হয় নানান রাজনৈতিক চর্চা। অশোক বাবুকে নিয়ে আশায় বুক বাঁধছেন সেখানকার অনেকেই। তিনি আসলে বালুরঘাটের উন্নতি হবে, এমনটাই মনে করছেন অনেকে। অনেকে অবশ্য এই নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন।