ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বুধবার নিউটাউন বিধানসভা এলাকার কদমপুকুরে ডাঃ বি আর আমবেদকরের ১৩০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে একটি সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি প্রদীপ জ্বালিয়ে এবং আম্বেদকরের ছবিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। সেখানে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন রাজ্যে বর্তমান সরকার দলিতদের বিরোধী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউটাউন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর রায়, বিজেপি যুব মোর্চার রাজ্যের সভাপতি সৌমিত্র খাঁ।