বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। এবার সেই নির্বাচন নিয়েই রীতিমতন হুমকি দিতে শোনা গেল চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ককে। মঙ্গলবার চোপড়া বিধানসভা কেন্দ্রের গলাগছ আলোরানি ময়দানে তৃনমূল কংগ্রেসের একটি জনসভা ছিল। সেখানকার মঞ্চে দাঁড়িয়েই তিনি বলেন, তৃণমূলকে যারা ভোট দেবে না, তাদের সঙ্গে দেখা হবে। পরে আবার বলেন খেলা হবে। এই নিয়েই শুরু হয়েছে চরম বিতর্ক।