জগতবল্লভপুর বিধানসভা কেন্দ্রের জাবদাপোতা গ্রাম। সেখানে গেলেই মনে হবে উৎসবের আমেজ। মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে গরমগরম লুচি ভাজছেন সেখানে। সেই সঙ্গেই তৈরি হচ্ছে আলুরদমও। তবে কোনও পুজো বা অনুষ্ঠানের জন্য এই আয়োজন নয় এই সব আয়োজনই ভোটের জন্য। সেখানে ভোট দেওয়ার আগেই গ্রামবাসীরা পাচ্ছেন লুচি আলুরদম। বিজেপি এবং তৃণমূল দুই দল থেকেই এই আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। যারা লুচি বানাচ্ছেন তাঁদের অবশ্য খেলা হবে বলতেই শোনা গেল।