প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপর থেকেই শুরু হয়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জেলায় জেলায় চলছে এখন বিক্ষোভ। নবাগতদের প্রার্থী হিসেবে মানতে নারাজ। এই নিয়েই দফায় দফায় চলে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। এবার এই ছবি দেখা গেল রায়গঞ্জের জেলা কার্যালয়ে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ। বিজেপির অফিসে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। তাঁদের ক্ষোভ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ওপর। তাঁদের অভিযোগ, টাকা নিয়ে তিনি এমনটা করেছেন। মন্ত্রীর সমস্ত ছবি ও ফ্লেক্স বিক্ষোভকারীরা খুলে ফেলে। সেই ছবি রাস্তায় ফেলে তাতে জুতো দিয়ে পেটায় তাঁরা।