রাজনৈতিক হিংসায় উত্তপ্ত গোটা বাংলা, কড়া হুঁশিয়ারি দিলেন জীবন সিংহ

  • ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত এখন গোটা বাংলা
  • তাই নিয়েই এবার কড়া হুঁশিয়ারি দিলেন জীবন সিংহ
  • কেএলও চিফ এই জীবণ সিংহ
  • তিনি এখন এই নিয়ে আন্দোলন শুরু করেছেন
  • কোথায় এই ভিডিও হয়েছে তা অবশ্য জানা যায়নি

রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা ও সংঘর্ষ নিয়ে কেএলও চিফ জীবন সিংহ এর হুশিয়ারি। ভোটের ফলাফলের পর থেকেই রাজ্য জুড়ে চলছে হিংসা ও সংঘর্ষের পরিবেশ। গত দুদিনে ভোট-পরবর্তী হিংসার বলি হয়েছেন অন্তত 10 জনের। কোচবিহারেও রাজনৈতিক হিংসার ছবিটা একই রকম। এই মুহূর্তে ঘরছাড়া রয়েছেন প্রায় হাজারের উপরে মানুষ। আহত হয়েছেন শতাধিক। দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অসমের বেশ কিছু অংশ নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের আন্দোলন করেছিলেন কে.এল.ও সুপ্রিমো জীবন সিংহ। কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের মানুষের উপর অনবরত হামলা হচ্ছে বলে অভিযোগ এনে কার্যত রাজ্য সরকারকে ভিডিও বার্তার মাধ্যমে সতর্ক করলেন কে.এল.ও  সুপ্রিমো জীবন সিংহ। তিনি তার এই বার্তায় স্পষ্টত রাজবংশী সম্প্রদায়ের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান। আবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল বছরের পর বছর ধরে রাজবংশী মানুষদের শোষণ করে গেছে। তাই সমস্ত দল ছেড়ে রাজবংশী জাতীর হয়ে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি। এবং এই মুহূর্তে শীতলকুচি তে রাজনৈতিক হিংসার জেরে পার্শ্ববর্তী রাজ্য অসমে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার পরিবার। এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটলে হাজারে হাজারে কে.এল.ও সৈনিক প্রস্তুত রয়েছে যোগ্য জবাব দেবার জন্য। এই ভাষাতেই তিনি কার্যত শাসক দলকে হুঁশিয়ারি দিলেন তার ভিডিও বার্তার মাধ্যমে।

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর