কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায়কে ভোট না দেওয়ার আবেদন করলেন খোদ প্রার্থীর স্ত্রী শর্বরী সিনহা রায়। প্রার্থীর বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে আলিপুরদুয়ারের বাসিন্দা দলত্যাগী তৃণমূল নেতা সৌমেন রায়ের নাম ঘোষণার পরেই এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, নিজেকে সৌমেন রায়ের স্ত্রী বলে দাবি করেন শর্বরী সিনহা রায় নামে এক মহিলা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন তিনি। ভিডিওয় সাধারণ মানুষকেও তাঁকে ভোট না দেওয়ার পরামর্শ দেন তিনি।