রাজ্য জুড়ে যেন উৎসবের মেজাজ। জোর কদমে চলছে এখন ভোটের প্রস্তুতি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে যে প্রার্থী হচ্ছেন মমতা সে কথা তিনি আগেই জানিয়েছিলেন। ৬ মার্চ, শুক্রবার তৃণমূলের তালিকা ঘোষণা করে মমতা জানিয়েদেন তিনি কথা দিয়ে কথা রাখছেন। নন্দীগ্রাম থেকে তিনিই প্রার্থী হচ্ছেন। তার ঠিক এক দিন পরেই বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানেই জানা যায়, নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তারপরেই নন্দীগ্রামে শুরু হয়ে যায় দেওয়াল লিখন। রাত জেগে সেখানে শুভেন্দু অধিকারীর নামে চলে দেওয়াল লিখন।