এবার প্রকাশ্যে এল কংগ্রেসের ঘরোয়া বিবাদ। ক্ষোভ উগড়ে দিলেন অধীর চৌধুরী। আনন্দ শর্মার বিরুদ্ধে জানালেন তাঁর ক্ষোভ। আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট বাঁধতে চলেছে কংগ্রেস। এমনটাই টুইট করে জানান আনন্দ শর্মা। এই নিয়ে অধীর চৌধুরীর সঙ্গে কোনও আলোচনাই করেননি আনন্দ শর্মা। তাই নিয়েই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি তিনি জানান, তাঁর এই কাজ একেবারেই সমর্থন যোগ্য নয়।