অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোল-ডিজেলের। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে ঘুম উড়েছে সাধারণ মানুষের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে ক্রমশ দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর। তারই প্রতিবাদে এবার অভিনব ভোটের প্রচার। গরুর গাড়ি করে চলল ভোটের প্রচার। প্রচার করলেন করনদিঘী বিধানসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল প্রার্থী গৌতম পাল। করনদিঘী বিধানসভার দোমোহনা হয়ে ভুলকি, গোপালপুর, মাদারিগছ সহ বিস্তীর্ণ এলাকায় গোরুর গাড়িতে চেপেই প্রচার করেন তিনি।