অপেক্ষার অবসান ঘটয়ে অবশেষে রাজ্যে শুরু হল বিধানসভা নির্বাচন ২০২১। ২৭ মার্চ রাজ্যে প্রথম দফা নির্বাচন। মোট ৩০ টি আসনে ভোট হচ্ছে প্রথম দফায়। জেলায় জেলায় চলছে ভোট। সেই একই ছবি দেখা গেল জঙ্গলমহলের লালগড়ে। লালগড়ের বিরকাঁড় এলাকাতে চলছে ভোট। সেখানেই ভোটের লাইনে তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। লাইন করে সুষ্ঠভাবেই সেখানে চলছে ভোট। সকাল থেকেই শুরু হয়েছে সেখানে ভোট গ্রহণ।