বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া সদর মহকুমা শাসকের অফিসে। বুধবার দলীয় কর্মীদের নিয়ে রোড শো করে বাঁকুড়া শহর ঘুরে তিনি জমা দেন মনোনয়ন পত্র। অভিনেত্রীকে দেখতে রাস্তায় ঢল নামে অগুণতি মানুষের। বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসেন দলীয় নেতা-কর্মীরা। তারকা প্রার্থী কে দেখার জন্য শহরের রাস্তার দুপাশে ছিল উৎসাহী জনতার ঢল। রাস্তার দুপাশে মানুষের উতসাহ দেখে প্রার্থী ছুড়ে দিলেন ফ্লাইং কিস আর হাত মেলালেন অগনিত মানুষের সাঙ্গে। মানুষের আশীর্বাদ সঙ্গে আছে জয় নিশ্চিত জানালেন তৃণমুল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।