পুরভোট নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়। প্রায় শেষমুহূর্তের সাংবাদিক সম্মেলনে অনেকগুলি অভিযোগ আনল তৃণমূল।
পুরভোট নিয়ে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়। প্রায় শেষমুহূর্তের সাংবাদিক সম্মেলনে অনেকগুলি অভিযোগ আনল তৃণমূল। বিজেপি-র বিরুদ্ধে তৃণমূল প্রার্থীদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সুবল ভৌমিক-এর অভিযোগ, কিছু প্রার্থীকে বাড়ি থেকেও বিতাড়িত করা হয়েছে। অতীতে কখনও এই পরিস্থিতি হয়নি বলে জানান তিনি । সঙ্গে আরও জানান, তাঁর বাড়িতেও পুলিশ এসে ক্ষমতার অপব্যবহার করেছে। মানুষ এর জবাব দেবে বলে মনে করেন তিনি।