ভোট গ্রহণ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার সেই কেন্দ্রীয় বাহিনী নিয়েই চলল বিক্ষোভ। ভোট গ্রহণ কেন্দ্রে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনী অপসারণের দাবিতে চলে বিক্ষোভ। মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার ৮৩ নম্বর বুথের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। স্থানীয় পুলিশ আধিকারিকদের উপর চড়াও হন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বচসাও বাধে।