নন্দীগ্রাম থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিপরীতে তিনি সেখানে নির্বাচনে দাঁড়িয়েছেন। বুধবার তিনি মনোনয়ন পত্র জমা দিলেন। নন্দীগ্রাম থেকে হেলিকপ্টারে তিনি চলে যান হলদিয়ায়। মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমার আগে হলদিয়ায় মিছিল করেন তিনি। অগুনতি মানুষের ভিড় ঠেলে এগিয়ে চলেন মমতা। মানুষের উদ্দেশ্য বক্তব্যও রাখেন তিনি। বলেন নন্দীগ্রামের প্রতি তার টানের কথাও।