পঞ্চম দফা নির্বাচনের আগে আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। বিজেপির নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি তৃণমূলের। পঞ্চম দফা নির্বাচনের আগেই ফের অশান্তির আঁচ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।