রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোট। প্রথম দফা নির্বাচনের মাঝেই নেট দুনিয়ায় ভাইরাল এক অডিও। যেখানে দিদির সঙ্গে কথপকথন চলছে বিজেপি নেতা প্রলয় পালের। সাত-সকালে বিজেপি নেতাকে দিদির ফোন। বিজেপি নেতা প্রলয় পালকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনে পাশে থাকার অনুরোধ করতে শোনা গেল তাঁকে। বিজেপি নেতার সাফ জবাব, বিজেপির সঙ্গে আছেন তিনি। বিজেপির সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। এমন কথাই বারবার বলতে শোনা গেল তাঁকে।
নাম না করেই অধিকার পরিবারের পাশে থাকার কথাও তিনি বললেন।