নির্বাচন শুরুর প্রথম দিনেই দুই বড়সড় ধামাকা। প্রথম দফা নির্বাচনের সকালে একটি অডিও ভাইরাল হয় যেখানে মমতার সঙ্গে কথা বলতে শোনা যায় বিজেপি নেতা প্রলয় পালকে। ওই দিনেই আরও একটি অডিও ফাঁস হয়ে যায়। সেখানে দুই বিজেপি নেতার কথপকথন শোনা যায়। তাঁদের মধ্যে একজন ছিলেন মুকুল রায় অন্যজন শিশির বাজোরিয়া। অডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে মুকুল রায়কে কমিশনকে প্রভাবিত করার ছক কষতে শোনা গিয়েছে। একই দিনে এই দুই ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক মহল।