ভোটের আমেজে সবাই নিজেদের মত করে প্রচার চালিয়েছেন। এই বিধানসভা ভোটের মাঝেই বিরোধী দলদের নিয়ে গান বাঁধলেন কমরেড বাবা-মেয়ে। কমরেড রাতুল রায় এবং তাঁর কন্যা কমরেড মোনালিসার গান এখন ভাইরাল নেট দুনিয়ায়। গানের মধ্যে দিয়েই বিরোধী সব দলকে বিঁধলেন বাবা-মেয়ে। মেয়ের গানের সঙ্গে সমান তালে বাবা বাজনা বাজালেন ও গলা মেলালেন।