২০২১ নির্বাচনে ভাইরাল 'খেলা হবে' গান। খোদ মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় 'খেলা হবে'। এবার সেই খেলা হবে গানই গাইতে শোনা গেল এক প্রৌঢ়াকে। তাঁর সঙ্গেই নাচতেও দেখা গেল তাঁকে। ২ মে যখন ভোট গণনায় তৃণমূল জিতছে ঠিক সেই সময় এই পৌঁঢ়ার ভিডিও পোস্ট করেন অভিনেতা তথা তৃণমূল কর্মী সৌরভ দাস। ভিডিও পোস্ট হওয়ার কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।